ভরদুপুরে কলকাতায়় (Kolkata) শ্যুটআউট (Shoot out), ঘটনায় নিহত ২ দুষ্কৃতী। আজ কলকাতার নিউটাউনের (Newtown) সাপুরজি আবাসনে ঘটনাটি ঘটে। এদিন দুষ্কৃতীদের খোঁজে ওই আবাসনে যান পুলিশ এসটিএফের (STF) অফিসাররা। তাদের দেখে গুলি চালাতে শুরু করে দৃষ্কৃতীরা বলে সূত্রের খবর। এরপরই শুরু হয় দৃষ্কৃতীদের সঙ্গে এসটিএফ অফিসারদের গুলির লড়াই। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় দুই দৃষ্কৃতীর বলে জানা গেছে।
সূত্রের খবর, ওই আবাসনে পঞ্জাবের গ্যাংস্টার যশপ্রীত সিং, জয়পাল ভুল্লার গা ঢাকা দিয়ে ছিল। তাদের খোঁজে যান এসটিএফের (STF) অফিসাররা। ঘিরে ফেলা হয় গোটা আবাসনটি। সেই সময় আবাসন থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালান এসটিএফ (STF) অফিসাররাও। হঠাৎ গুলির আওয়াজে চমকে ওঠেন সাপুরজি আবাসনের বাসিন্দারা। এসটিএফের গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। ঘটনার পর আবাসনে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। দুষ্কৃতীরা কতদিন ধরে সেখানে লুকিয়ে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত দুষ্কৃতীরা পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার। তাদের বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা থাকায় অনেক দিন ধরেই তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। দুষ্কৃতীরা ওই আবাসনে আত্মগোপন করে রয়েছে সেই খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। এদিন পুলিশি অভিযানে মৃত্যু হয় দুষ্কৃতীদের।
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এসটিএফের এক পুলিশ অফিসার বলে জানা গেছে।