করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাতিল করা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। করোনা নিয়ন্ত্রণে এলেই এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পদ্ধতি কি হবে সে বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
গোটা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা পরিস্থিতি ভয়াবহ। বাংলায় ১৯ হাজারের আশেপাশে ঘুরছে দৈনিক সংক্রমণের হার। দৈনিক মৃত্যুর সংখ্যা কমবেশি ১৫০। বিশেষজ্ঞ এবং সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা। এমন প্রতিকূল পরিবেশে সংক্রমণ কমলে তবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজই শিক্ষা দফতরের দায়িত্ব নিয়ে ব্রাত্য বসু বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে। পরে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, এই পরীক্ষা নিয়ে সরকারের মনোভাবের কথা।
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষ। রাজ্যে মাধ্যমিক হয় ফেব্রুয়ারি মাসে, উচ্চ মাধ্যমিক হয় মার্চে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল ১ জুন থেকে এবং উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল ১৫ জুন থেকে। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি, পরীক্ষা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে গত ১৫ তারিখ লকডাউন ঘোষণার সময় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, জুনে প্রস্তাবিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। ১৬ তারিখ থেকে ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন জারি করে সরকার। আজ পরীক্ষা নিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয় করোনা কমলে হবে পরীক্ষা।
তবে কবে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক? তা এখনও স্পষ্ট নয়।