দীপংকর সাহা: ভারত খুব শীঘ্রই রাশিয়া থেকে আরেকটি আকুলা শ্রেণির পারমাণবিক সাবমেরিন (Nuclear Submarine) লিজ নিতে চলেছে।
কিছুদিন আগে রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে চক্র – II নামে রাশিয়ান পারমানবিক সাবমেরিন রাশিয়ায় ফিরে গিয়েছিল। ২০২১ সালের জুন মাসে রাশিয়ার ভ্লাদিভস্টক (Vladivostok) যাওয়ার পথে সিঙ্গাপুর (Singapore) প্রণালীতে চক্র – II কে দেখা গিয়েছিল। বর্তমানে ভারতের নৌবাহিনীতে সক্রিয় কোনো পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন নেই। ভারতের নিজস্ব ভাবে তৈরি পারমানবিক শক্তি চালিত ৬০০০ টনের আরিহান্ত ক্লাস সাবমেরিন (Arihant-class submarine) INS আরিহান্ত দুর্ঘটনার কবলে পড়েছিল, বর্তমানে তার কি অবস্থা জানা যায়নি। আরিহান্ত ক্লাসের অপর এক সাবমেরিন INS আরিহান্ত সি ট্রায়ালে আছে। এছাড়াও আরিহান্ত ক্লাসের অপর দুটি পারমানবিক সাবমেরিন বিশাখাপত্তনমে তৈরি হচ্ছে।
ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ শক্তির পরিপেক্ষিতে ভারতের কাছে পারমানবিক শক্তি চালিত সাবমেরিন থাকাটা জরুরি।
মস্কো (Moscow) এবং নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। যেহেতু বিদ্যমান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে পারমাণবিক চালিত সাবমেরিন বিক্রি করা বা কেনা সম্ভব নয়। তাই ভারত তার নৌবাহিনীকে শক্তিশালী করতে দশ বছরের জন্য পারমাণবিক চালিত সাবমেরিন রাশিয়া থেকে লীজ নেবে বলে জানা গেছে। ওপেন-সোর্স তথ্য অনুসারে, ভারত আইএনএস চক্র-III নামে আকুলা শ্রেণীর সাবমেরিন লিজ নিচ্ছে। ২০১৯ সালে নয়াদিল্লি এবং ক্রেমলিন (Kremlin) ৩ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। জাহাজটি ২০২৫ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন
Afghanistan-Taliban Crisis: আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রস্তুত ভারত সরকার