সদ্যোজাতকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। শেষ কৃত্যের সময় মিলল সেই শিশুর প্রানের স্পন্দন। গতকাল এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কেনওঝড় জেলার খড়িকাপদা গ্রামে। সদ্যোজাতকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর শেষকৃত্যের সময় শিশুটির কান্না ও নিঃশ্বাস প্রাশ্বাসের শব্দ পাওয়া যায়। এরপরই পরিবারের লোকজন তড়িঘড়ি করে শিশুটিকে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া মেডিকেলের চিকিৎসকরা রাইমানি এবং সুনিয়া মুণ্ডার সন্তানকে মৃত ঘোষণা করেন। ঘোষণার পর পরিবারের লোকজন শিশুটিকে একটি ব্যাগে ভরে নিয়ে যায় শিশুটির শেষকৃত্যের জন্য। পরিবার সূত্রে খবর, চিকিৎসকরা সদ্যোজাত শিশুকে মৃত ঘোষনার পর হাসপাতাল কর্তৃপক্ষ একটি ব্যাগে তার দেহ মুড়ে তুলে দেয়। এই ঘটনায় আমরা সবাই এতটাই ভেঙে পড়েছিলাম, ব্যাগ খুলে শিশুটিকে আর দেখতে পারিনি।
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় জনস্বার্থ মামলা কোলকাতা হাইকোর্টে