Saturday, April 20, 2024

Kejriwal: পাকিস্তানের ভারতকে আক্রমণ করার প্রসঙ্গ টেনে, ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রকে তোপ কেজরিওয়ালের

ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।ভ্যাকসিন ভোগান্তি নিয়ে আজ সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি।

পাকিস্তানের ভারতকে আক্রমণ করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্র কেন ভ্যাকসিন কিনছে না? সেই দায়ভার কেন রাজ্যগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, গোটা দেশ যখন কোভিড ১৯-র বিরুদ্ধে লড়াই করছে। তখন এরকম বলা যায় না ।পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে তখন কী রাজ্যগুলিকে আলাদা করে যুদ্ধ করতে বলা হবে। তখন কী এরকম বলা হবে উত্তরপ্রদেশ নিজেদের ট্যাঙ্ক কিনে নিক, দিল্লি নিজেদের অস্ত্র, এমন হয় নাকি।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে, এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে রাজ্যগুলির কাঁধে ভ্যাকসিন কেনার দায় কেন্দ্র চাপিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ।

রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের কিন্তু কেন্দ্র রাজ্যের ওপর এই দায়িত্ব চাপিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজ্যগুলি সবরকম ভাবে চেষ্টা করছে ভ্যাকসিনের জোগান বাড়ানোর, কিন্তু কোম্পানিগুলি রাজ্যকে ভ্যাকসিন

দিতে রাজি না হওয়ায় টিকাকরণ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে, বন্ধও হয়ে রয়েছে। কেন্দ্রের দায়িত্ব রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করা।

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন রাজনীতির উর্ধ্বে উঠে রাজ্যগুলির একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে কাজ করা উচিত। কেন্দ্র রাজ্য এক জোট হয়ে টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles