চলন্ত গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হল এক চিকিৎসক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুর শহরে।শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুরো ঘটনাটি সামনে আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বাইকে করে দু’জন ব্যক্তি ওই দম্পতির গাড়িটিকে অনুসরণ করে গাড়িটির সামনে এগিয়ে আসে। এরপর কিছু দূর গিয়ে তারা দম্পতির গাড়ির সামনে রাস্তা আটকে নিজেদের বাইক দাঁড় করায়। ফলে চিকিৎসক দম্পতি গাড়ি থামাতে বাধ্য হয়। সেই সময় বাইক আরোহীরা হেঁটে দম্পতির গাড়ির কাছে যায়, তাদের দেখে জানালার কাঁচ নামান চালকের সিটে বসে থাকা ডঃ সুদীপ গুপ্তা।এরপরই বাইক আরোহীদের মধ্যে একজন তাদের লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে। গুলি চালিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী।ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসক দম্পতির বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রতিশোধ নেওয়াই এই অপরাধের মূল উদ্দেশ্যে ছিল। পুলিশ আরও জানিয়েছে, দু বছরের পুরোনো এক যুবতী হত্যার মামলার সঙ্গে জড়িত এই ঘটনা।
উল্লেখ্য, মৃত যুবতীর পরিবারের তরফ থেকে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসক দম্পতিকে দু’বছর আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তারা।
যে ব্যক্তি এদিন ওই দম্পতিকে লক্ষ্য করে গুলি চালায় সে মৃত যুবতীর ভাই বলে পুলিশ চিহ্নিত করেছে।