মৌ রায়, বর্ধমান : তাঁকে আমরা বিভিন্ন সময়ে নানা ভূমিকায় দেখেছি। একদিকে তিনি যেমন পরপর দুবারের বিধায়ক, অন্যদিকে তেমন একজন দায়িত্ববান শিক্ষকও অর্থাৎ একজন মানুষ গড়ার কারিগরও বলা যেতে পারে তাঁকে। এর সঙ্গে তাঁর আরেকটি রূপ রয়েছে যা বেশ অন্যরকম। তিনি চাষের কাজে নিপুণ একজন চাষিও। রাজনীতির আঙিনায় তিনি যেমন সফল অন্যরূপেও সফল তিনি। তিনি হলেন বর্ধমান (Burdwan) উত্তর বিধানসভা কেন্দ্রের দুবারের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক।
শুক্রবার তাঁকে দেখা গেল একজন পাক্কা চাষির ভূমিকায়। পূর্ব বর্ধমানের গোবিন্দপুর হাটকান্ডা গ্রামে নিজের চাষের জমিতে আলুর ক্ষেতে কোদাল হাতে আলুর ভেলি বাঁধতে দেখা যায় বিধায়ককে। তবে এটা প্রথমবার নয় আগেও তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছে। জমিতে কোদাল দিয়ে মাটি কেটে জমির আল ঠিক করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন আরও একবার তাঁকে দেখা গেল একজন চাষির ভূমিকায়। নিজের জমিতে নেমে চাষের কাজ করতে দেখা যায় বিধায়ক নিশীথ কুমার মালিককে।