দেবব্রত রায়, বর্ধমান: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বর্ধমানে (Burdwan) বিপুল পরিমাণ মাদক, মাদক তৈরির সরঞ্জাম এবং কাঁচামাল সহ ধরা পড়ল দুই মাদক কারবারি। ধৃত ব্যক্তিদের নাম বাবর মন্ডল এবং রাহুল মন্ডল। তারা সম্পর্কে পিতা পুত্র বলে জানা গেছে।
উল্লেখ্য, হাওড়া গোলাবাড়ি থানার একটি মাদক মামলায় রাজ্য পুলিশের এসটিএফ ইতিমধ্যেই উড়িষ্যা ও মণিপুর থেকে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর মাদক তৈরির হদিস মেলে বর্ধমানের পাল্লা শ্রীরামপুর এলাকার একটি বাড়িতে।এরপরই রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বর্ধমানের পাল্লা শ্রীরামপুর এলাকার একটি বাড়ি থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসটিএফ-এর বিশেষ দল।
এসটিএফ সূত্রে খবর, অভিযানে উদ্ধার করা হয়েছে মাদক তৈরির তরল উপকরণ সহ একাধিক ব্যারেল। মাদক হেরোইন তৈরির কারবার চলত ওই বাড়িতে বলে জানা গিয়েছে। নগদ ২০ লক্ষ ১০ হাজার টাকা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। বর্ধমান থেকে উদ্ধার হওয়া মাদক ও মাদক তৈরির তরল উপকরণের মূল্যই প্রায় ১৩ কোটি টাকা। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৬৫ কোটি টাকার হেরোইন সহ হেরোইন তৈরির সরঞ্জাম এবং কাঁচামাল বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ-এর বিশেষ দল।
আরও পড়ুন
ফের বর্ধমান শহরে নতুন নিয়ম, ২ দিন বন্ধ সব দোকান, খোলা ৫ দিন, কবে কবে?