দেবব্রত রায়, বর্ধমান: ফের বর্ধমান (Burdwan) শহরে নতুন নিয়ম লাগু হতে চলেছে। শহরে দোকানপাট খোলা ও বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বুধবার অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ৭দিন রাস্তার ধারের সমস্ত চায়ের দোকান এবং খাবারের দোকান বন্ধ রাখা হবে। এছাড়া শহরের সমস্ত রকমের দোকান, বাজার বন্ধ থাকবে রবিবার ও বৃহস্পতিবার, এই দুদিন।
ইতিপূর্বে শহরের ডানদিক ও বাম দিকের দোকান খোলা ও বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছিল তার পরিবর্তে নতুন নির্দেশিকা অনুযায়ী কোভিড বিধি মেনে সপ্তাহের পাঁচ দিন সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সমস্ত দোকান খোলা রাখা যাবে। পাইকারী সব্জি, মাছ বাজার ও ফলের দোকান খোলা রাখা যাবে সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং খুচরো বাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। ফলের দোকান খোলা রাখা যাবে সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। মাংসের দোকান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে।এছাড়া সমস্ত রেষ্টুরেণ্ট সকাল ৮ টায় খোলা যাবে এবং বন্ধ করতে হবে রাত্রি ৯টার মধ্যে।