অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সুশীল কুমার তার খুব কাছের বন্ধু অজয় কুমারের সঙ্গে ছিলেন। শনিবার তাদের দু’জনকেই গ্রেফতার করা হয়। ২৩ বছরের কুস্তিগীর সাগর রানাকে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয় সুশীল কুমারকে। ঘটনাটি ঘটেছিল ছত্রপাল স্টেডিয়ামে। এই ঘটনার পর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সুশীল।
পুলিশ সূত্রে খবর, ছত্রপাল স্টেডিয়ামে সংঘর্ষের সময় সাগর রানাকে পিটিয়ে খুন করা হয়েছিল। সেই সময় আরও বেশ কয়েকজন কুস্তিগীর আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করা হলেও একজনের মৃত্যু হয়।
মৃত কুস্তিগীর সাগর দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে। সাগরের পরিবার অভিযোগ করেন, সুনীল কুমারের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিল সে। তাকে খুনের অভিযোগে অভিযুক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।
সাগরের বাবা অশোক জানান, “আমি সাগরকে মহাবলী সতপালের হাতে তুলে দিয়েছিলাম। যিনি মাত্র 15 বছর বয়স থেকে ছাত্রশাল আখড়া চালাচ্ছেন। তিনি সুশীল কুমারকে আমার ছেলের গুরু হিসাবে বিবেচনা করেছিলেন। সতপাল ও সুশীল দুজনেই তাকে ভালো প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।”
তিনি আরও জানান, “সাগর মারা যাওয়ার পরে আমরা জানতে পারি যে সে স্টেডিয়ামের বাইরের একটি ফ্ল্যাটে থাকত এবং এই স্টেডিয়ামটি ছেড়ে দিয়ে নরেলায় যাওয়ার পরিকল্পনা করছিল। ”
বেশ কয়েকদিন ধরে পুলিশ সুশীলকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল । কিন্তু গা ঢাকা দিয়ে থাকার জন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার সুশীল ও তার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।