২৬ মে বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ‘ইয়াস’-এর মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আজ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে কী কী সতর্কতা নেওয়া হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে তা নিয়ে আলোচনা করেন তিনি। এদিন বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন এনডিএমের প্রতিনিধি, টেলিকম, বিদ্যুৎ, অসামরিক পরিবহন, ভূতল পরিবহন সহ একাধিক দফতরের মন্ত্রীরা। বৈঠকের পর টুইটে প্রধানমন্ত্রী জানান,”ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে।
নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার কোভিড-১৯ এ সংক্রমিতদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে।”
এর সঙ্গে তিনি লেখেন, “সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করি ।”