মৌ রায়, বর্ধমান : শনিবার উদ্বোধন করা হল বর্ধমান কৃষ্ণসায়র উৎসবের। বর্ধমানের (Burdwan) কৃষ্ণসায়র পার্কে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধমান কৃষ্ণসায়র উৎসব অনুষ্ঠিত হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, বিধায়ক অলোক মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ আট বছর পর এবছর আবার অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান কৃষ্ণসায়র উৎসব বা ফুল মেলা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিশেষ তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলা প্রসঙ্গে কৃষ্ণসায়র উৎসবের যুগ্ম-আহ্বায়ক শ্যামাপ্রসাদ ব্যানার্জি বলেন করোনা কালে মানুষ বিষাদগ্রস্ত, গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের ভালোভাবে সময় কাটানোর জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। বিধায়ক খোকন দাস এই উৎসবকে সর্বতোভাবে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে তাঁর এই বিশেষ উদ্যোগ। তবে সমস্ত রকম কোভিড বিধি মেনে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে মাস্ক ছাড়া প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া এবং প্রতিদিন উৎসব প্রাঙ্গণকে স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ৩ জানুয়ারি এই উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করোনা বিধি নিষেধ জারি হওয়ার কারণে সেই মুহূর্তে এই উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধমান কৃষ্ণসায়র উৎসব অনুষ্ঠিত হবে।
এছাড়া তিনি বলেন, বর্ধমান কৃষ্ণসায়র উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন এই অনুষ্ঠানে। তাছাড়া ২৬ ও ২৯ তারিখ গান নাচ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ৩০ তারিখ আয়োজিত হবে নৌ বাইচ প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। মেলার সমাপ্তির দিন পরিবেশবান্ধব আতশবাজির মধ্যে দিয়ে উৎসবের পরিসমাপ্তি করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন