Burdwan: আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনার প্রস্তুতি। দেবী সরস্বতীর প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা। মণ্ডপ তৈরির কাজ চলছে জোড়কদমে। প্রতি বছরের মতো এবছরও কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সঙ্ঘের তরফ থেকে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল তাদের এই পুজো। এবছর তাদের এই পুজোর বিশেষ চমক ৪৫ ফুটের দেবী সরস্বতীর প্রতিমা। কলিগ্রাম হাটতলা নেতাজি ময়দানে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি পুজোর শুভ উদ্বোধন হবে বলে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে। পূজো উপলক্ষে আয়োজন করা হয়েছে ছ দিনব্যাপী মেলার। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে রূপ পাচ্ছে ৪৫ ফুটের দেবী সরস্বতীর প্রতিমা। ইতিমধ্যেই ৪৫ ফুটের দেবী সরস্বতীর প্রতিমাকে ঘিরে উন্মাদনা সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
আরও পড়ুন
National voters day: পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৪২,২৪১ নাম, কিন্তু কেন ?