Booster Dose: যতদিন যাচ্ছে করোনা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই করোনা সংক্রমণ রুখতে সরকার বেশি করে ভ্যাকসিনেশনে জোর দিচ্ছে। নানান রকমের বিধি নিষেধ লাগু করা সত্বেও করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না।
দেশ এবং রাজ্যে যখন এইরকম অবস্থা ঠিক তখনই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কবার্তা দিলেন। তিনি টুইট করে লিখলেন “প্রতারকরা একটা নতুন পন্থা বের করেছে মানুষের সঙ্গে প্রতারণা করবে বলে। তারা আপনাদের ফোন কিংবা মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের কোভিড- ১৯ এর বুস্টার ডোজ লাগবে কিনা। যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে তারা একটা লিংক পাঠাতে পারে এবং আপনাকে সেই লিংকটি ক্লিক করার পরামর্শ দিয়ে আপনার থেকে ওটিপি চাইতে পারে। সাবধান হয়ে যান। এটি আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র। এই ধরনের কোন কল বা মেসেজ পড়ে লিংকটি ডাউনলোড করবেন না এবং ওটিপিও শেয়ার করবেন না।”
পজিটিভিটি রেটে এই মুহূর্তে শীর্ষে কলকাতা এবং রাজ্য। দেশে এই করোনাকালেও প্রতারকরা ওত পেতে বসে রয়েছে মানুষের সঙ্গে প্রতারণা করবে বলে।
আরও পড়ুন