আসন্ন পুরসভা ভোট। ভোটের প্রচারে বিশেষ ভূমিকা রয়েছে দেওয়াল লিখনের। ভোট প্রচারের অঙ্গ হিসেবে প্রতিটি দলের কাছে দেওয়াল লিখনের গুরুত্ব রয়েছে যথেষ্ট। পুরসভা ভোটকে সামনে রেখে বর্ধমানের (Burdwan) ২৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের সকল কর্মীবৃন্দের উদ্যোগে দেওয়াল লিখনের জন্য দেওয়াল নির্বাচন কর্মসূচি শুরু করা হল বৃহস্পতিবার।
২৮ নং ওয়ার্ডের এক তৃণমূল কর্মীর কথা অনুযায়ী, দলীয় কর্মীরা টিকোরহাট মোড় থেকে এই দেওয়াল নির্বাচন কর্মসূচি আজ শুরু করেছে। আগামী দিনে টিকোরহাট চন্ডীতলা থেকে কাজীরহাট এবং বোরহাট থেকে শুরু করে ভেরিখানা পর্যন্ত সারা ওয়ার্ড জুড়েই এই কর্মসূচি পালন করা হবে। ২২ থেকে ২৬ পর্যন্ত দলীয় নির্দেশ অনুযায়ী দেওয়াল সংরক্ষণ করে রাখার কাজ চলছে বলে জানান তিনি।
২২ জানুয়ারি চার পুরনিগমের ভোট। অন্যান্য পৌরসভার সঙ্গে বর্ধমান পৌরসভা ভোট হওয়ার কথা আছে ২৭ ফেব্রুয়ারি। সেকথা মাথায় রেখে আজ থেকেই দলীয় কর্মসূচি পালনে পথে নামল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন
করোনা সংক্রমণ রুখতে তৎপর জেলা প্রশাসন, বর্ধমান শহরে বাড়লো মাইক্রো কনটেইনমেন্ট জোনের সংখ্যা