প্রতিদিন দাম বাড়ানো হচ্ছে পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এবার পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রভাব পড়লো অ্যাপ ক্যাবে। প্রায় ১২ শতাংশ ভাড়া বাড়াল Uber। ভাড়া বাড়ানোর পাশাপাশি চাপের সময় বাড়বে Surcharges।
করোনা কালে যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে উবার কর্তৃপক্ষের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল গাড়িতে এসি চালানোর বদলে জানলা খুলে যাত্রা করার। সেই অনুযায়ী চলছিল উবারের যাতায়াত। তবে পরে উবারের বাকি নিয়ম কানুন স্বাভাবিক করা হলেও এসি চালানোর ক্ষেত্রে রাজি হচ্ছিলেন না চালকরা। চালকদের অভিযোগ ছিল, জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে তাঁদের রোজগার কম হচ্ছে, তাই তাঁরা এসি চালিয়ে জ্বালানি তেল নষ্ট করতে নারাজ ছিলেন। এর ফলে যাত্রীদের সঙ্গে অ্যাপ ক্যাব চালকদের বচসা বেঁধে যাচ্ছিল এবং এই সংক্রান্ত অসংখ্য অভিযোগও পাচ্ছিল অ্যাপ ক্যাব সংস্থাটি বলে জানান সংস্থার কর্তৃপক্ষরা। তাই তাঁরা সব দিক বিবেচনা করার পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভাড়া বৃদ্ধির পর থেকে চালানো হবে এসি এবং বর্ধিত ভাড়া চালকদের কমিশন দেওয়ার জন্য ব্যবহার করা হবে বলে উবার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন
কলেজ ক্যাম্পাসে পরা যাবে না ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ কোনও পোশাক, নির্দেশ কলকাতার কলেজের