২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। ভুলভুলাইয়া’র সিকুয়েল ‘ভুলভুলাইয়া টু’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan), কিয়ারা আডবাণী (Kiara Advani) ও তাব্বু (Tabu)। মুক্তির দিন থেকেই এই ছবিটি বেশ ভালো ব্যবসা করছে। মুক্তির দিন অর্থাৎ শুক্রবার প্রায় ১৪ কোটি টাকা ও শনিবার প্রায় ১৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। শুক্রবার ও শনিবারের পর রবিবারও প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, তিনদিনে প্রায় ৫৫ কোটির টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’।
প্রসঙ্গত, পরিচালক অনীশ বাজমির ব্লকবাস্টার হিট ছবি ‘ভুল ভুলাইয়া’। এই ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমার (Akshay Kumar), বিদ্যা বালান (Vidya Balan), সাইনি আহুজা (Shiney Ahuja), আমিশা পটেলকে (Ameesha Patel)। তবে কার্তিক এবং কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া 2’ এই বছরের সবচেয়ে বড় ওপেনিং বলিউড ফিল্ম হয়ে উঠেছে। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি তিনদিনে অনেক রেকর্ড ভেঙে ফেলেছে। কেবল যুবক-যুবতীরাই নয়, ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন সকল বয়সী দর্শকেরা।
আরও পড়ুন
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বাড়বে DA, জেনে নিন কাদের কত শতাংশ বাড়বে…