একলাফে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২১ জন। ২২১ জনের মধ্যে বর্ধমান (Burdwan) শহরে আক্রান্তের সংখ্যা ৮৬ জন। মঙ্গলবারের তুলনায় বুধবারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল অনেকটাই। এখনও অবধি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১৬৯৪ জন। এদের মধ্যে মোট অ্যাক্টিভ রোগী ৫০৩ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৪০৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৫৯৬ জনের।
করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে করোনার নমুনা সংগ্রহের সংখ্যা। এখনও অবধি মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৮৫৬৫৪৬।
আরও পড়ুন