মঙ্গলবার সকালে এক টোটো চালকের সততার সাক্ষী হলেন শহরবাসী। বর্ধমান (Burdwan) শহরের বাসিন্দা বিকাশ সোনকারের হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা তাঁকে ফিরিয়ে দিলেন টোটো চালক শেখ জাহাঙ্গীর।
উল্লেখ্য গতকাল রাতে বর্ধমান শহরের বাসিন্দা বিকাশ সোনকার টোটোয় করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বীরহাটা বাঁকার ব্রিজের কাছে তাঁর সঙ্গে থাকা ল্যাপটপ ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ নথি ও প্রায় ১০০০ টাকা বলে জানা গিয়েছে। পরে তিনি বুঝতে পারেন তাঁর ব্যাগটি হারিয়ে গিয়েছে। এরপরই খোঁজাখুঁজি শুরু করেন তিনি। তাঁর যাত্রাপথের সমস্ত রাস্তা খুঁজে দেখেন কিন্তু ব্যাগটি খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যান। বিকাশবাবু ভেবেছিলেন সকালে থানায় মিসিং ডায়েরি করবেন, কিন্তু তার আগেই টোটো চালক তাঁকে ফোন করে জানান তাঁর ব্যাগটি তাঁর কাছে রয়েছে। এরপর বিকাশ বাবুকে টাকা সমেত ব্যাগটি ফেরত দেন টোটো চালক শেখ জাহাঙ্গীর। তিনি জানান, মানিব্যাগে বিকাশ বাবু ফোন নাম্বার লেখা ছিল তা দেখে তিনি ফোন করেন এবং সযত্নে টাকা সমেত ব্যাগটি বিকাশ বাবুর হাতে তুলে দেন।ব্যাগ ফেরত পেয়ে খুব খুশি হন বিকাশ বাবু এবং টোটো চালকের সততার প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন
করোনাবিধি অমান্য করায় বর্ধমানে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬৩ জন