প্রতিদিন প্রায় ঘণ্টাখানেক দেরি করে চালানো হচ্ছে হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকাল ট্রেন (Burdwan-Howrah Local)। এরই প্রতিবাদ জানিয়ে বুধবার রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। বর্ধমানের শক্তিগড় স্টেশনে রেল অবরোধ করা হয় এদিন। অফিস যাওয়ার সময়ে এই রেল অবরোধ হওয়ার কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীদের একাংশ। নিত্যযাত্রীদের অভিযোগ, সকালের দিকে প্রতিদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনের আপ লোকাল ট্রেনটি ঘণ্টাখানেক দেরি করে চালানো হচ্ছে। রেল প্রশাসনকে একথা জানানোর পরও কোনও সুরাহা হয়নি। এরই প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে রেল অবরোধ করেছেন বলে জানান তাঁরা।
সকাল নটা নাগাদ বর্ধমানের শক্তিগড় স্টেশনের রেললাইনে নেমে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও শক্তিগড় স্টেশনের রেল কর্মীরা অবরোধকারীদের বিক্ষোভ বন্ধ করার কথা বললেও তাঁরা বিক্ষোভ চালিয়ে যায় বলে রেল কর্মী সূত্রে জানা গিয়েছে। প্রায় ১ ঘন্টা ধরে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, অফিস টাইমে হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকালের মতো গুরুত্বপূর্ণ ট্রেন যেন সঠিক সময়ে চালানো হয়।
আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেনটি বর্ধমান স্টেশনে ঢোকার সময় হল সকাল ৯টা বেজে ১২ মিনিট। তবে এই ট্রেনটি প্রতিদিন প্রায় এক ঘণ্টা দেরি করে বর্ধমান স্টেশনে পৌঁছয় বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এক ঘণ্টা দেরি করে পৌঁছানোর ফলে চরম সমস্যায় পড়তে হয় অফিসযাত্রীদের। এর আগে বেশ কয়েকবার নিত্যযাত্রীরা তাঁদের সমস্যার কথা রেল প্রশাসনকে জানিয়ে সময়মতো ট্রেনটি চালানোর দাবি করলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা এদিন রেল অবরোধ করার পথ বেছে নেন বলে জানান তাঁরা।
রেল লাইনে অবরোধ ও বিক্ষোভ হওয়ার ফলে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে এদিন ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব রেলের আধিকারিকেরা। তাঁরা নিত্যযাত্রীদের অভিযোগ এবং দাবি শোনার পর তাঁদের আশ্বাস দেন হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকালটি সময়মতো চালানো হবে। এরপরই সকাল ১০টা নাগাদ অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। তবে প্রায় ১ ঘণ্টা ধরে এই অবরোধ-বিক্ষোভ চলার ফলে হাওড়া-বর্ধমান লাইনের সকালের দিকের বেশিরভাগ ট্রেন গন্তব্যে পৌঁছতে দেরি হয়।
আরও পড়ুন