ডিজিটাল ডেস্ক, বীরভূম: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট হতে চলেছে। রাজ্যের ১০৮টি পুরসভা ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই পুরসভা নির্বাচন হওয়ার আগেই বীরভূমের (Birbhum) সাঁইথিয়া পৌরসভা (Sainthia Municipality) দখল করল তৃণমূল।
জানা গিয়েছে, সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী, বাকি ৩টি ওয়ার্ডে প্রার্থী হিসেবে রয়েছে বামেরা। সাঁইথিয়া পুরসভার এই ১৬টি ওয়ার্ডের মধ্যে কোনও ওয়ার্ডেই নেই বিজেপি প্রার্থী। ১৩টি ওয়ার্ডে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই তৃণমূল জয়লাভ করলো সাঁইথিয়াতে। সাঁইথিয়ার মতো বজবজেও (Budge Budge) প্রায় একই অবস্থা। একাধিক ওয়ার্ডে বিরোধী পক্ষের কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিজয়োল্লাস করতে দেখা যায় তৃণমূল প্রার্থী ও কর্মী সমর্থকদের।
আরও পড়ুন