ফের বর্ধমান (Burdwan) শহরে নতুন নিয়ম লাগু। করোনা নিয়ম বিধি মেনে খুলতে চলছে শহরের চায়ের দোকান ও রাস্তার ধারের খাবারের দোকানগুলি। বাকি দোকান খোলার নিয়ম থাকছে আগের মতোই। সপ্তাহে ৫ দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন সকল প্রকার ব্যবসায়ীরা। রবিবার ও বৃহস্পতিবার সম্পূর্ণভাবে সমস্ত দোকান বন্ধ থাকবে।
এদিন বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের তরফে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে শর্তসাপেক্ষেই এই চায়ের দোকান ও খাবারের দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। চায়ের দোকান খুলতে দিলেও কোনওভাবেই কোনও প্রকার জমায়েত করা যাবে না। সপ্তাহে ৫ দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। বাকি রবি ও বৃহস্পতিবার অন্য দোকানের মতোই বন্ধ থাকবে চায়ের ও খাবারের দোকানও। চা ও খাবার খেয়েই চলে যেতে হবে চায়ের দোকান থেকে। ‘নো মাস্ক, নো সেল’ নির্দেশিকা টানাতে হবে দোকানে। কোনও নিয়ম লঙ্ঘন করলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। আর এই নির্দেশ জারি হতেই খুশি প্রকাশ করেছেন শহরের চা ও রাস্তার পাশের খাবারের দোকান মালিকগুলি।
আরও পড়ুন
বর্ধমান শহরে সোনার বিস্কুট উদ্ধারের খবরে চাঞ্চল্য, চকচকে হলেও সোনার নয়, জানাল পুলিশ