মৌ রায়, বর্ধমান: কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে টুরিস্ট বাস চালানোর অনুমতি দিতে হবে, অন্যান্য জরুরি পরিবহনের মতো নাইট কার্ফু চলাকালীন টুরিস্ট বাসের ক্ষেত্রেও ছাড় দিতে হবে এমন একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন টুরিস্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশন ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন-এর সদস্যরা। এদিন বর্ধমানের (Burdwan) উল্লাস বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের দাবি, কোভিড পরিস্থিতিতে বাসের মাসিক কিস্তি দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, তাই পরিবহন ক্ষেত্রে বিভিন্ন বিষয় গুলিতে সরকারকে ছাড় দিতে হবে। পাশাপাশি যতদিন ব্যবসা বন্ধ থাকবে ততদিন আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই বিধি মেনে টুরিস্ট বাস চালানোর ক্ষেত্রে অনুমতি দিতে হবে।
আরও পড়ুন