মৌ রায়, বর্ধমান: কয়েকদিন আগে বর্ধমান (Burdwan) শহরের জনবহুল এলাকায় দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনার তদন্তে এলো ২ সদস্যের ফরেন্সিক টিম। ফরেন্সিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকারের নেতৃত্বে ফরেন্সিক টিম ডাকাতি হওয়া বৈদ্যনাথ কাটরার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তদন্ত করে দেখে। প্রায় ৪০ মিনিট ধরে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখে ফরেন্সিক টিম।
গত ২১ শে জানুয়ারী বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন বৈদ্যনাথ কাটরার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৩৩ লাখ টাকা লুট করা হয়। সেদিন ব্যাঙ্ক খোলার পরই সকাল প্রায় পৌনে দশটা নাগাদ ৬ থেকে ৭জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কের ভিতর ঢুকে লুটপাট চালায়। ব্যাঙ্ক কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ জানানো হয়। প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যাঙ্কের ভল্ট থেকে লুট করে চম্পট দেয় দুষ্কৃতী দল।
ঘটনার পরই তদন্ত শুরু করে জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং নাকা তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন
পৌর নির্বাচনের প্রস্তাবিত প্রার্থী তালিকা ভাইরাল, মুখ খুললেন বিধায়ক ও জেলা সভাপতি