এবার রাজ্যেও বৈধ করা হল গাড়ির লাইসেন্স সহ অন্যান্য ডিজিটাল নথিকে। গাড়ির লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপি এম পরিবহণ (mParivahan) বা ডিজিলকারের (DigiLocker) মতো অ্যাপে থাকলে তাকে বৈধ বলেই ধরা হবে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের (State Transport Department) তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে গাড়ির কোনও নথির কাগজ না থাকলে ডিজিটাল নথিগুলিকে বৈধ বলে ধরা হবে। এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ি চলাকালীন চালক কোনও নিয়ম ভাঙলে অ্যাপের মাধ্যমেই চালান দেওয়া যাবে।
২০১৮ সালে সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে এই ডিজিটাল নথিকে মান্যতা দেওয়া হয়েছিল। দেশের বহু স্থানে এই নিয়ম চালু হলেও পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু করা হয়নি। এবার রাজ্যেও এই নিয়ম চালু হল। এবার থেকে যানবাহন সংক্রান্ত ডিজিটাল নথি মান্যতা পাবে রাজ্যেও। গাড়ি চালানোর জন্য আর সঙ্গে রাখতে হবে না আসল নথি। ট্রাফিক পুলিশ গাড়ির কোনও নথি দেখতে চাইলে আসল নথি না থাকলে তার বদলে ডিজিটাল নথি দেখালেও হবে।
আরও পড়ুন
পৌর নির্বাচনের প্রস্তাবিত প্রার্থী তালিকা ভাইরাল, মুখ খুললেন বিধায়ক ও জেলা সভাপতি