বর্ধমান (Burdwan) পৌরসভার উদ্যোগে ২২ থেকে ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বর্ধমান উৎসব (Bardhaman Utsav)। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বর্ধমান উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় ৫ জানুয়ারি। করোনা সংক্রমণে রাশ টানার জন্য বর্ধমান পৌরসভার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবিষয়ে বর্ধমান পৌরসভার উপ পৌর প্রশাসক আইনুল হক জানান, করোনার তৃতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে। এরকম অবস্থায় সংক্রমণে রাশ টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান উৎসব শুধু শহরে নয় জেলাতেও সমানভাবে জনপ্রিয়। বহু মানুষের ভিড় হয় এই উৎসবে। তবে তা নিয়ন্ত্রণ করার মতো পরিকাঠামো এখন নেই। তাই এবিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্ধমান উৎসব স্থগিত করা হলেও আগামী দিনে কৃষ্ণসায়র উৎসব বা ফুল মেলা অনুষ্ঠিত হবে এবিষয়ে আইনুল বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান বর্ধমান পৌরসভা একটি প্রতিষ্ঠান। তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অন্য কেউ কী সিদ্ধান্ত নিল সে বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
আরও পড়ুন
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজের জীবন সংগ্রামের কাহিনী শোনালেন বর্ধমানের দইবড়া দিদি