Thursday, April 25, 2024

Covid19: করোনা আক্রান্ত হওয়ার পর গন্ধ ও স্বাদ পাওয়া যায় না কেন? জানালেন বিশেষজ্ঞরা

দেশে ঊর্ধ্বমুখী করোনা (Covid19) গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তদের সংখ্যা। এই করোনা আক্রান্তদের উপসর্গ অনুযায়ী তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে মৃদু উপসর্গযুক্ত (Mild Symptoms), মাঝারি উপসর্গযু্ক্ত (Moderate Symptoms), গুরুতর উপসর্গযুক্ত (Severe Symptoms)। তবে তিনটি পর্যায়েই করোনা রোগীদের মধ্যে জ্বর, গলা-মাথা ব্যথা‌ হওয়া এবং কাশি হওয়ার পাশাপাশি একটা সাধারণ লক্ষণ হল মুখের স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। কিন্তু এমনটা কেন হয়?

বিশেষজ্ঞদের মতে, নাকের ভিতরে একটা টিসু থাকে, যার নাম Olfactory Epithelium। সেই টিসুর ভিতরে থাকা কোষ ক্ষতিগ্রস্থ বা সংক্রামিত হলে তার প্রভাব ঘ্রাণশক্তির উপরে পড়তে পারে। তবে সব সময় এমন নাও হতে পারে বলে জানা গেছে। এক সমীক্ষায় দেখা গেছে ৬৮ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হওয়ার পর মুখের স্বাদ ও গন্ধ হারিয়েছিলেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুখের স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলার পিছনে UGT2A1 এবং UGT2A2 নামক দুটি জিন দায়ী। তবে এবিষয়ে বিস্তারিত ভাবে তাঁরা এখনও কিছু জানাননি।

আরও পড়ুন

Covid 19 treatment : মৃদু, মাঝারি ও গুরুতর উপসর্গযুক্ত ব্যক্তিদের কী কী চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles