Tanker Leak: কার্বন ডাই অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারের ভাল্ভ ফেটে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া বর্ধমান (Burdwan) শহরতলি সংলগ্ন এলাকায়। শুক্রবার ভোর পাঁচটার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে (Durgapur Expressway) দিয়ে কলকাতা যাচ্ছিল কার্বন ডাই অক্সাইড (Carbon dioxide) ভর্তি একটি ট্যাঙ্কার। তেলিপুকুর ওভারব্রিজের (Telipukur overbridge) উপর হঠাৎ ট্যাঙ্কারের ভাল্ভ ফেটে গ্যাস বার হতে শুরু করে, ধোঁয়ার মতো বার হতে থাকে গ্যাস। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্যাঙ্কারটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
Howrah: রাস্তার মোড়ে চেঁচিয়ে শোনান কেমিস্ট্রির ফর্মুলা PhD স্বপনদা আজ ভবঘুরে-মানসিক ভারসাম্যহীন