Saturday, April 20, 2024

Johnson & Johnson Vaccine: ভারতে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Johnson & Johnson Vaccine: করোনার তৃতীয় ঢেউয়ের আগে ভারতে টিকাকরণ প্রক্রিয়াকে আরও জোরদার করার জন্য এবার জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) প্রস্তুত টিকাকে দেশে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন (single dose vaccine) আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিিয়া (Mansukh L. Mandaviya)।

উল্লেখ্য, আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থা গত ৫ অগাস্ট তাদের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। এর আগে ভারতে ছাড়পত্র পেয়েছে কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন (Covaxin), স্পুটনিক ভি (Sputnik-V), মডার্না ভ্যাকসিন এবার অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন।

জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিন সিঙ্গল ডোজ হওয়ার কারণে  কম সময়ের মধ্যেই অনেক বেশি মানুষের টিকাকরণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকরী বলে দাবি সংস্থার। এ দেশে পঞ্চম ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের এই টিকা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, আপৎকালীন ব্যবহারের জন্য ভারতে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন। এরফলে দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন

Covid Vaccine-এর বুস্টার ডোজ দেওয়া বন্ধ রাখার আবেদন WHO প্রধানের, কেন এমন আবেদন জানালেন তিনি ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles