Friday, March 29, 2024

CBSE 10th Result 2022: সিবিএসসি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা

CBSE 10th Result 2022: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি (CBSE) মাধ্যমিকের টার্ম ২ পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে জুন মাসেই। সিবিএসসি (CBSE) সূত্রে জানা গিয়েছে, সিবিএসসি মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে। এছাড়া জানা গিয়েছে, “CBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই ফলাফলের তারিখ ঘোষণা করা হবে।” CBSE বোর্ডের মাধ্যমিকের ফলাফল দেখতে পাওয়া যাবে cbse.gov.in ও cbresults.nic.in-এ। শিক্ষার্থীরা cbse.gov.in, cbresults.nic.in থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

CBSE 10th রেজাল্ট 2022: রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন ?

cbse.gov.in, cbresults.nic.in এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লাস 10 রেজাল্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন অথবা রোল নম্বর লিখলেই দেখতে পাওয়া যাবে মাধ্যমিকের ফলাফল। এরপর এটি ডাউনলোড অথবা প্রিন্ট আউট বের করে নিতে হবে।

২০২২ সালের CBSE বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট ২১ লক্ষ পরিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে।

আরও পড়ুন

CBSE 12th result 2022: CBSE বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার দিন ঘোষণা হল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles