আজ নবান্ন থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে অগাস্টে মাধ্যমিক, জুলাইয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে জানান তিনি।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কে তিনি বলেন-
• জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
• অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা।’
• দেড় ঘণ্টায় হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা।
• ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকে।
• বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে।
• মাধ্যমিক পরীক্ষা হবে নিজের স্কুলে ।
• ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে মাধ্যমিকে।
• বাকি বিষয়ে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে স্কুলের পরীক্ষার ভিত্তিতে ।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় রাজ্যে জারি থাকা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির কথা জানান তিনি। তিনি বলেন, জুনের ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে এই বিধিনিষেধ জারি থাকবে ।
• এখন যেরকম নিয়ম চলছে সেইমতোই বাজার-দোকান বন্ধ এবং খোলা থাকবে।
• মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
• রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরনোতে নিষেধাজ্ঞা জারি থাকবে ।
• সোনা এবং কাপড়ের দোকান আগের মতোই ১২টা থেকে ৩ টে পর্যন্ত খোলা থাকবে।
• সমস্ত জরুরি পরিষেবা আগের নিয়মেই চলবে।
বিধিনিষেধ মেনে সুফল পাওয়া গেছে, সংক্রমণের দৈনিক হার কিছুটা কমেছে রাজ্যে।
তাই বিধিনিষেধের সময়সীমা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিপূরণে দুয়ারে ত্রাণ কর্মসূচি গ্রহনের কথা এদিন জানান তিনি। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনীতি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তাদের সবাইকে সাহায্য করা হবে। আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এটি দুয়ারে সরকার প্রকল্পের একটি প্রকল্প। এই প্রকল্প গ্রামে এবং ব্লকে চলবে। দুয়ারে ত্রাণ শিবিরে এর জন্য আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিটি আবেদন খুঁটিয়ে পর্যালোচনা করা হবে। কেউ যেন বঞ্চিত না হয় তা লক্ষ্য রাখা হবে। এরপর ১ জুলাই থেকে ৮ জুলাই-র মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ।