Corona Update: দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। সংক্রমণ নিম্মমুখী হলেও দৈনিক মৃত্যুর হার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে স্বস্তির বিষয় করোনা মুক্তির সংখ্যা সংক্রমণের থেকে প্রায় লক্ষ বেশি। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি মানুষকে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১০৭২ জনের। এখনও পর্যন্ত ৫ লক্ষেরও বেশি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। দেশের পজিটিভিটি হার ১০ শতাংশেরও নীচে নেমে এসেছে। অপরদিকে রাজ্যেও করোনার প্রকোপ অনেকটাই কমেছে। পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯১৬ জন। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১ হাজার ১৪৬ জন। তবে করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কলকাতা।
আরও পড়ুন
খোলা বাজারে কোভিশিল্ড-কোভ্যাক্সিন, জেনে নিন কোন টিকার কত দাম?