ডিজিটাল ডেস্ক, মেমারী: আগামী ২৭ ফ্রেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হতে চলেছে। আসন্ন পুর নির্বাচনে কোন ওয়ার্ডে কোন দলের প্রার্থী কে হতে পারেন তা এখন আম জনতার চর্চার বিষয় হয়ে উঠেছে। পূর্ব বর্ধমানে রয়েছে ৬টি পুরসভার ভোট। এই ৬টি পৌরসভা হল বর্ধমান, মেমারী (Memari), গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভা। এর মধ্যে বর্ধমান পৌরসভা নির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হল আজ। দেখে নিন সেই তালিকা-
শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ১০৮টি পুরসভার প্রার্থী তালিকায় কোনও বিধায়ক নেই। বাকি পুরভোটেও লড়বেন না কোনও বিধায়ক। এছাড়া সুযোগ দেওয়া হবে না একই পরিবারের একাধিক ব্যক্তিকে। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে এবারের পুরভোটে। নবীন ও প্রবীণ সব মিলিয়ে তৈরি হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। প্রার্থী হিসেবে যাঁকে বেছে নেওয়া হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে।
আরও পড়ুন
Memari পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
বর্ধমান পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা