Dilip Kumar Passes Away: প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমাার (Dilip Kumar)। আজ সকাল সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।
বয়সজনিত অসুস্থতার কারণে গত এক বছরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শ্বাসকষ্টের কারণে গত মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে (Hinduja Hospital) ভর্তি করা হয়েছিল । অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি বলে জানা গিয়েছিল। কিন্তু হঠাৎ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচিত্র জগৎ থেকে শুরু করে গোটা দেশ৷
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজে আজ বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেক রাজনীতিকরা।
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের গৌরবময় চলচ্চিত্র যাত্রার দিকে তাকালে বোঝা যায় যে তাঁকে কেন অভিনয় জগতের কিংবদন্তি হিসাবে বিবেচনা করা হয়।
দিলীপ কুমার ১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর আসল নাম মহম্মদ ইউসুফ খান। তাঁর পিতার নাম লালা গোলাম সরোয়ার খান এবং মাতার নাম আয়েশা বেগম। তাঁর মোট ১২ জন ভাইবোন ছিল। তাঁর বাবা ছিলেন একজন ফল বিক্রেতা। মহম্মদ ইউসুফ খান তাঁর স্কুলশিক্ষা দেবলালি থেকে সম্পূর্ণ করেছিলেন। তিনি বড় হয়েছিলেন রাজ কাপুরের সঙ্গে, যিনি তাঁর প্রতিবেশীও ছিলেন। পরে দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের পরিচয় তৈরি করেছিলেন।