Tuesday, December 10, 2024
More

    Durga Puja 2021: ছোট হাতের দুর্গা নামে খ্যাত বীরভূমের কীর্ণাহারের সরকার বাড়ির দুর্গা প্রতিমা

    Durga Puja 2021: প্রায় ৩৫০ বছরের পুরনো বীরভূমের এই কীর্ণাহারের  সরকার বাড়ির পুজো। এই পুজো সরকার বংশের পূর্বপুরুষ কিশোর কুমার সরকার শুরু করেছিলেন।

    এখানকার অষ্টধাতুর প্রতিমার প্রধান  বৈশিষ্ট্য হল দেবী দুর্গার দশটি হাত থাকলেও আটটি হাত ছোট এবং দুটি হাত বড়। তাই সরকার বাড়ির এই দুর্গা প্রতিমা ছোট হাতের দুর্গা নামে পরিচিত। সাধারণত একটি কাঠামোর মধ্যে দুর্গা প্রতিমার সঙ্গে বাহন সহ থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এছাড়া তাঁদের সঙ্গে থাকেন মহিষাসুর। তবে সরকার বাড়ির দুর্গা কাঠামোতে শুধু কার্তিকের বাহন ময়ূরকেই দেখা যায়। এখানে  লক্ষী বা সরস্বতীর বাহনকে দেখা যায় না। এছাড়াও এখানে মা দুর্গার বাহন সিংহের পরিবর্তে নরসিংহকে দেখা যায়।

    কীর্ণাহারের সরকার বংশের এগারতম বংশধর রাজা সরকার জানান যে,  মহালয়ার পরেরদিন  অর্থাৎ প্রতিপদের দিন থেকেই ঘট পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে যায় দুর্গাপুজো। এই সরকার বাড়ির পুজোর আরও এক অন্যতম বৈশিষ্ট্য হল সপ্তমীর দিন থেকেই শুরু হয়ে যায় হোমযজ্ঞ । সেই হোমের আগুন জ্বলতে থাকে একেবারে  দশমী অবধি। অর্থাৎ হোমের আগুন  জাগিয়ে রেখেই হোম যজ্ঞ চলে প্রতিদিন।

    বিভিন্ন জায়গায় নিজের কর্মসূত্রে ছড়িয়ে থাকা সরকার বাড়ির সমস্ত সদস্যরা প্রতিপদের দিন থেকেই শুরু করেন কীর্ণাহারে তাঁদের বাড়িতে ফিরতে।

    আরও পড়ুন

    Durga Puja 2021: বক্রেশ্বরের সতীপীঠে দুর্গারূপে পূজিত হন মনপাত দেবী

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles