Durga Puja 2021: ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ হল ‘বক্রেশ্বর সতীপীঠ’। বক্রেশ্বর সতীপীঠ (Bakreshwar Satipith) বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত। কথিত রয়েছে এখানে সতী মায়ের দুই ভ্রু-র মধ্যস্থল বা মন পড়েছিল। এই বক্রেশ্বরে আছে মনপাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গার সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি। প্রাচীন কাল থেকেই এই সতীপীঠে কোষ্ঠিপাথরেই পূজিত হতেন মা। পরবর্তীকালে এখানে মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন খাকিবাবা। নিত্যদিনই ভোগ নিবেদন ও সন্ধ্যারতির মাধ্যমে মায়ের পুজো করা হয়। দেবী দুর্গার আরাধনায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর বিশাল আয়োজন করা হয়।
মহাষষ্ঠীতে দেবী মাকে নতুন বেনারসি শাড়ি , ফুলমালা এবং সোনার গহনা দিয়ে সজ্জিত করা হয়। মহাষষ্ঠীতে ফলভোগ ও পায়েশ ভোগ দেবী মাকে নিবেদন করা হয়। এরপর সপ্তমীর দিন চিঁড়ে, দই ও সুজী মহাভোগ দেওয়া হয়। মহাঅষ্টমীর সন্ধিক্ষণে অষ্টমীর পুজো শুরু হয়। আর এখানে অষ্টমীর দিন চাল কুমড়ো ও আখ বলি দেওয়ার রীতি রয়েছে এবং রীতি অনুযায়ী তা পালনও করা হয়। নবমীর দিন মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই পুজোয় পাঁঠা বলি দেওয়ার রীতিও আছে। এরপর খিচুড়ি এবং মহাভোগ মায়ের সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ‘আসছে বছর আবার এসো মা’ এই প্রার্থনা করে দশমীতে ঘট বিসর্জন করা হয়। এই দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো। কিন্তু এই পুজোর ক’দিন দেবী মায়ের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ থাকে।
আরও পড়ুন
Durga Puja 2021: বক্রেশ্বরের সতীপীঠে দুর্গারূপে পূজিত হন মনপাত দেবী