অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসেই শুরু হতে চলেছে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো “বিগ বস”। প্রত্যেকবারের মতন এবারেও সঞ্চালনায় থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমান খান। একে একে “বিগ বস ১৫”-র (Bigg Boss 15) সমস্ত প্রতিযোগীর নাম প্রকাশিত হচ্ছে। শোনা যাচ্ছে এবারের সিজনে থাকছে একাধিক চমক। প্রোমোতে তার খানিক ঝলক প্রকাশ্যে এসেছে। এরফলে অনুরাগীদের উত্তেজনা চরমে।
এবারের “বিগ বস ১৫”-র বাড়িতে থাকতে পারেন জনপ্রিয় টেলিভিশন তারকা তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash) বলে শোনা যাচ্ছিল। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রী তেজস্বী প্রকাশ মুখ খোলেননি। কিন্তু “বিগ বস ১৫”-এর কর্তৃপক্ষ সিলমোহর দিয়েছে এই জল্পনায়।
সম্প্রতি “বিগ বস ১৫”-এর নতুন প্রোমো শেয়ার করা হয়েছে কালার্স টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। সেখানে নতুন প্রতিযোগীদের মুখ দেখা যাচ্ছে। গুঞ্জন থাকলেও তেজস্বীর মুখ এখনও অপ্রকাশিত, তবে অনুরাগীদের শ্যেনদৃষ্টি থেকে কোনও কিছুই এড়িয়ে যায় না।
আরও পড়ুন
Golondaaj: পুজোয় মুক্তি পেতে চলেছে দেব-এর ‘গোলন্দাজ’, মুক্তি পেল ছবির অন্যতম গান ‘যুদ্ধং দেহি‘