বিয়ের বাজার শুরু হতেই দামে কিছুটা সস্তা হল সোনা। প্রত‍্যেক নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় বিয়ের সিজন। গয়নার বিক্রি বাড়ে। তাই সোনার দাম নিয়েই মানুষের আগ্রহ থাকে চরমে। সোমবার ৫ই ডিসেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক‍্যারেট সোনার দাম ছিল ৪৯,৩০০ টাকা। গতকাল দাম ছিল ৪৯,৬০০ টাকা। 5অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৩,৭৮০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫৪,১১০ টাকা/১০ গ্রাম।

এবার বিভিন্ন দোকানে গহনা গড়ানোর মজুরি কিছুটা কম বেশি হয়েই থাকে। সেই সঙ্গে এর উপর করও প্রযোজ্য হবে। সোমবার ৫ ডিসেম্বর কলকাতায় রূপার দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। এদিন দাম দাঁড়িয়েছে ৬৬,০০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭২,৫০০ টাকা/কেজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.