বৃহস্পতি ও শুক্রবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিজম কোম্পানি (IRCTC) এর স্টক এক্সচেঞ্জে ৫ শতাংশ শেয়ারে ডিসকাউন্ট দিয়েছে ভারত সরকার । বর্তমানে এই শেয়ার এর ফ্লোর প্রাইস রয়েছে ৬৮৭.১৫ টাকা। অফার ফর সেল (OFS) এর ফলে শেয়ারের দাম কমেছে অনেকটাই। হয়ত IRCTC শেয়ার কেনার এটাই আপনার কাছে সঠিক সময় হতে পারে।
এতদিন সরকার নানান সরকারি ব্যাংক ও সরকারি কোম্পানির বেসরকারীকরণ করেছে। এবার ভারতীয় রেলের সাবসিডিয়ারি সংস্থা আই.আর.সি.টি.সি (IRCTC) এর শেয়ার বিক্রি করতে চলেছে সরকার। স্টক এক্সচেঞ্জে অফার ফর সেল (ও.এফ.এস) এর মাধ্যমে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে পাঁচ শতাংশ শেয়ার বিক্রি হচ্ছে। বর্তমানে, আই.আর.সি.টি.সি -র শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে ৬৮০.১৫ টাকা।
অফার ফর সেল (OFS)-এ সরকার মোট চার কোটি শেয়ার অফার করবে। গত বুধবার IRCTC এর শেয়ার ৭৩৪.৯০ টাকায় বন্ধ হয়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জে। বুধবারের মূল্য থেকে এদিনের অফার ফর সেলে সাত শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অফার ফর সেল (OFS) বৃহস্পতিবার নন রিটেল বিনিয়োগকারীদের জন্য এবং শুক্রবার রিটেল বিনিয়োগকারীদের জন্য পাওয়া যাবে। মোট চার কোটি শেয়ার বিক্রির ফলে সরকারের কোষাগারে আসতে পারে প্রায় সাতাশ হাজার কোটি টাকা।
সরকার এবছর পয়ষট্টি হাজার কোটি টাকার বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করতে, ইতিমধ্যেই সরকারি সংস্থাগুলির স্টক বিক্রি করে আঠাশ হাজার কোটি টাকা যোগাড় করে ফেলেছে। আই আর সি টি সির (IRCTC) এর স্টক বিক্রির অর্থ জমা হবে সরকারি বিনিয়োগের খাতায়।
সরকারি বিনিয়োগ লক্ষ্যমাত্রার অংশ হিসাবে অ্যাক্সিস ক্যাপিটাল, সিটি গ্রুপ গ্লোবাল মার্কেট, গোল্ডম্যান স্যাচস এবং জে.এম ফাইন্যান্সিয়াল অফার ফর সেল (OFS) পরিচালনা করছে। অফার ফর সেলের (OFS) দ্বারা আই.আর.সি.টি.সি এর ২৫ শতাংশ শেয়ার রেখে দেওয়া হবে মিউচুয়াল ফান্ডস ও ইন্সুরেন্স কোম্পানিগুলির জন্য। এবং ১০ শতাংশ সংরক্ষণ করা হবে রিটেল বিনিয়োগকারীদের জন্য।