গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে অনলাইন গেম ‘PUBG‘ ও ‘Free Fire’। অনলাইনের জনপ্রিয় এই দুটি গেম PUBG, Free Fire এবার নিষিদ্ধ করা হল বাংলাদেশে (Bangladesh)। সোমবার ‘PUBG’ ও ‘Free Fire’ গেম বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রহমান মিয়া ও বিচারপতি মহম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই গেমগুলি খেলতে গিয়ে তরুণ-তরুণী কিংবা কিশোর-কিশোরীরা চূড়ান্তভাবে আসক্ত হয়ে যাচ্ছে। তাই ‘PUBG’ ও ‘Free Fire’-এর মতো অনলাইন গেমগুলি যুবসমাজের জন্য ক্ষতিকারক বলে বারবার অভিযোগ উঠেছে।
গত ২৪ জুন, টিকটক (TikTok), বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি(Likee)-সহ বিভিন্ন অনলাইন গেম ও অ্যাপ দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বন্ধ করার দাবিতে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলে জানা গেছে।এদিন আদালতে শুনানি হওয়ার পর ‘PUBG’ ও ‘Free Fire’-এর মতো গেম দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে।
আরও পড়ুন