বুধবার অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন টেনিস আইকন সানিয়া মির্জা (Sania Mirza)। আজ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
তিনি জানান, টেনিস কোর্টে এটাই তাঁর শেষ বছর। অবসর নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে বলেও জানান তিনি। বয়স বাড়ার কারণে চোট লাগলে সারতে অনেক সময় লাগছে। এছাড়া তার ৩ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো বেশ ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তিনি জানান, সেভাবে তিনি আর মোটিভেশনও পাচ্ছেন না।
এখন সানিয়ার বয়স ৩৫ বছর। একসময় ডাবলসে বিশ্বে ১ নম্বরে নিজের স্থান করে নিয়েছিলেন সানিয়া। তিনি এখন বিশ্বের মধ্যে ৬৮ নম্বর খেলোয়াড়।
আরও পড়ুন
দাদার দাদাগিরি এক অন্য মাত্রা যোগ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবমূর্তিতে