দীপংকর সাহা: ভারতে ইরানের রাষ্ট্রদূত আলী চেগেনি বলেছেন, তেল ও গ্যাস রপ্তানির জন্য রুপি-রিয়াল বাণিজ্য পুনরায় চালু করে ইরান ভারতকে তার শক্তির চাহিদা মেটাতে সাহায্য করবে। চেগেনি বলেছেন, উভয় দেশ যদি রুপি-রিয়াল বাণিজ্য পুনরায় শুরু করে তবে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। হজ ভাষায় ইরান আমেরিকান ডলারকে বাইপাস করে ভারতের সাথে ব্যবসা করার কথা বলছে। এতে ভারত ও ইরান দুই দেশেরই লাভ। জানিয়ে রাখি কয়েকদিন আগে ইরান ও চীন একই রকম ভাবে আমেরিকান ডালারকে বাইপাস করে চীন ও ইরানের নিজস্ব মুদ্রা দিয়ে বানিজ্য করার ঘোষনা করেছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ইরান এতটা নমনীয় হচ্ছে কারন রাশিয়া ভারতকে অনেক ছাড়ে তেল দিচ্ছে। ভারতের বাজারে রাশিয়ার তেল আসতে শুরু করেছে। ভারত সেক্ষেত্রে ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেবে। ইরান ভারতের সব থেকে বড় তেল রপ্তানি কারক দেশ। এছাড়াও ইরানের উপর মার্কিন অর্থনৈতিক অবরোধ রয়েছে। এবস কারনে ইরান চাইছে আমেরিকান ডলারকে বাইপাস করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে। সেক্ষেত্রে ইরানের প্রয়োজন বিশ্বের সব থেকে বেশি তেল আমদানি কারক দেশের সাহায্য। চীনের সাথে ইরান আগেই চুক্তি সম্পর্ন করেছে এখন ভারতের সাথে একই চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন
তালিবান শাসিত আফগানিস্তানের সাধারণ মানুষদের জন্য খাদ্যসামগ্রী পাঠাল ভারত