IRCTC Lounge: এবার রেলের যাত্রীরাও সুবিধা পাবে বিমানবন্দরের মতো। ট্রেনের অপেক্ষায় আর প্লাটফর্মে বসে থাকতে হবে না যাত্রীদের। দেশের বড় রেলস্টেশন গুলিতে এক্সিকিউটিভ লাউঞ্জের (Executive Lounge) সুবিধা শুরু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation / IRCTC)। জেনে নিন এই লাউঞ্জে কী কী সুবিধা পাওয়া যাবে এবং এই সুবিধা পাওয়ার জন্য কত টাকা দিতে হবে।
দেশের লাইফলাইন হল ইন্ডিয়ান রেলওয়ে। যাত্রী পরিষেবায় হাজার হাজার ট্রেন প্রতিদিন চলাচল করে। গন্তব্যে পৌঁছনোর জন্য কোটি কোটি যাত্রী বেছে নেন ট্রেনকেই। এই বিপুল সংখ্যক যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আরও এক ধাপ এগোল IRCTC। স্টেশনে সময়মতো পৌঁছে গেলেও অনেক সময় পাওয়া যায় না ট্রেন। ট্রেন আসতে বেশি দেরি করলে সমস্যায় পড়তে হয় বৃদ্ধ বা শিশু যাত্রীদের। এই সমস্যার সমাধান করার জন্য এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা শুরু হয়েছে রেলের বড় স্টেশনগুলিতে। IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জে রেলের যাত্রীরা সুবিধা পাবেন বিমানবন্দরের লাউঞ্জের মতোই। এবার থেকে ট্রেনের অপেক্ষা করার জন্য আর রোদে গরমে ঘুরে বেড়াতে হবে না, লাউঞ্জে আরামে বসে থাকতে পারবেন যাত্রীরা।
এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা পাওয়া যাবে দেশের অনেক রেলস্টেশনে। এই সুবিধা রয়েছে দিল্লির পাহাড়গঞ্জ স্টেশনে (Paharganj railway station)। দিল্লি রেলওয়ে স্টেশনের (Delhi Railway Station) প্ল্যাটফর্ম নম্বর ১, পাহাড়গঞ্জের পাশে, ১৬ নম্বর প্ল্যাটফর্মে ও প্রথম তলায় ITB অফিসের কাছে এই এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধাটি পাওয়া যাবে। এছাড়াও এই এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধাটি পাওয়া যাবে আমদাবাদ রেলওয়ে স্টেশন (Ahmedabad railway station), জয়পুর রেলওয়ে স্টেশন (Jaipur Railway Station), বারাণসী (Varanasi railway station), শিয়ালদহ (Sealdah Railway Station), কলকাতা রেলওয়ে স্টেশন (Kolkata railway station) এবং মুম্বই স্টেশনে (Mumbai railway station)।
দিল্লির ১৬ নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লাউঞ্জে এক ঘণ্টা থাকার জন্য প্রথমে ফি দিতে হবে ১৫০ টাকা। এর পর প্রতি ঘণ্টার জন্য ৯৯ টাকা করে দিতে হবে। যদি কেউ ডিলাক্স রেস্টিং স্যুটের সুবিধা পেতে চায়, তাহলে তাকে ২ ঘণ্টার জন্য ফি দিতে হবে ৫০০ টাকা। IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করার যাবে IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট ক্লিক করার পর দেখতে পাওয়া যাবে IRCTC এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধার অনেকগুলো বিকল্প। নিজের সুবিধা অনুযায়ী নির্বাচন করে বুকিং করতে হবে।
এক্সিকিউটিভ লাউঞ্জে পাওয়া যাবে বিভিন্ন সুযোগ সুবিধা। বিনামূল্যে Wi-Fi এর সুবিধা পাওয়া যাবে এখানে। এছাড়া এক্সিকিউটিভ লাউঞ্জে টয়লেট ও বাথরুমের সুবিধা পাওয়ার পাশাপাশি যাত্রীরা লাউঞ্জে বসে ম্যাগাজিন ও খবরের কাগজ পড়তে পারবে, ট্রেনের তথ্য জানতে পারবে। এমনকি লাউঞ্জে চা-কফি সহ বিভিন্ন খাবার খাওয়ার সুবিধাও রয়েছে। ২৫০ টাকায় পাওয়া যাবে সকালের নিরামিষ জলখাবার, ৩০০ টাকায় পাওয়া যাবে সকালের আমিষ জলখাবার। ৩২৫ টাকায় পাওয়া যাবে নিরামিষ দুপুরের খাবার বা রাতের খাবার, ৩৮৫ টাকায় পাওয়া যাবে আমিষ দুপুরের খাবার বা রাতের খাবার।
আরও পড়ুন
Paytm থেকে বুক করলে বিনামূল্যে পাওয়া যাবে LPG সিলিন্ডার, জেনে নিন কীভাবে