Monday, March 27, 2023

Kolkata Police: লালবাজারে চলছে পুলিশ আধিকারিকদের সাইবার মোকাবিলার প্রশিক্ষণ

আমাদের দৈনন্দিন জীবন আধুনিক প্রযুক্তি নির্ভর। করোনার পরবর্তী সময় আরও বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। এই ইন্টারনেট মাধ্যম জীবনযাপনে ক্রমশ জাল বিস্তার করছে সাইবার অপরাধ। অপরাধীদের মাত্রা কমাতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। যা রুখতে পুলিশ নিয়মিত সচেতনতামূলক প্রচার করছে। সাইবার অপরাধের মোকাবিলায় পুলিশকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাইবার অভিযোগ যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছর ধরেই এটিএম জালিয়াতির অভিযোগ বেড়েছে শহর কলকাতায়। শুধু ডিভিশনগুলিতে সাইবার সেল নয়, প্রতিটি থানায় কয়েকজন অফিসার নিয়ে সেল তৈরি করে সাইবার অপরাধ দমন করতে চান পুলিশ কর্তারা। প্রশিক্ষণ পর্ব মিটলে থানাগুলিতে ছোট ছোট সাইবার সেল তৈরি হবে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রতিটি থানার ওসি ও অ্যাডিশনাল ওসি-দের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের হেড কোয়ার্টারেই এই প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাইবার অপরাধ এবং ব্যাঙ্ক জালিয়াতি মোকাবিলা সংক্রান্ত বিষয়ে। সাইবার অপরাধ ও ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত অপরাধ রুখতে প্রথমে কী পদক্ষেপ নেওয়া উচিত? গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারকের অ্যাকাউন্টে টাকা গেলে, কীভাবে তা দ্রুততার সঙ্গে আটকাতে হবে? প্রতারক যাতে কোনও গ্রাহকের টাকা ব্যবহার করতে না পারে, সেটা আটকানোর জন্য কী করতে হবে? এরকম নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কলকাতা পুলিশদের।

আরও পড়ুন

কালনায় সরস্বতী পুজোর থিম প্রয়াত বামনেতা, ‘স্মৃতিতে গরিবের ডাক্তার’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles