হোটেল থেকে বেরোনোর কথা ছিল দুজনের একসঙ্গে। এরপর সময় পেরিয়ে যেতে দেখে হোটেলের কর্মীরা ডাকাডাকি শুরু করেন,সারা শব্দ না পেয়ে খবর দেওয়া হয় বর্ধমান থানায় এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বিবাহিত যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বর্ধমানের তিনকোনিয়ার একটি হোটেল।
এদিন রবিবার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত দুজনেরই বাড়ি বাঁকুড়ায় কিন্তু যুবতি বর্তমানে বর্ধমানে বাড়ি ভাঁড়া নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে।
হোটেল কতৃপক্ষ তরফে এক হোটেল কর্মী বলেন, ‘‘শনিবার বিকেলে ওই ব্যক্তি হোটেলের চার তলায় একটি রুম ভাড়া নেন। রবিবার সকাল ১০টার সময় একটি মেয়েকে সঙ্গে হোটেলের ঘরে ঢোকেন। হোটেল কর্মীরা জিজ্ঞাসা করলে উনি জানান সঙ্গে তাঁর বোন রয়েছে। একটু পরেই তাঁরা বেরিয়ে যাবেন।’’ এরপর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও তারা হোটেলের ঘর না খোলায় হোটেল কর্মীদের সন্দেহ হয়। তাঁরা ডাকাডাকি করেও ঘরের ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তখন বর্ধমান থানায় খবর দেওয়া হয়। এর পর পুলিশ গিয়ে দরজা ভেঙে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
হোটেল কর্মীরা জানান, দু’জনকে উদ্ধারের সময় তাঁদের গলায় ফুলের মালা ছিল। ঘর থেকে একটি সিঁদুরের কৌটোও পাওয়া গিয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে হোটেলেই মালাবদল করে বিয়ে করেন তাঁরা। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গেছে। এই দেহ উদ্ধারের ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ঝুলন্ত অবস্থায় দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি দু’জনেরই বাড়িই বাঁকুড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ’।