মাঙ্কি পক্সের(Monkeypox) কথা মাথায় রেখে আগে ভাগেই প্রস্তুতি শুরু করলো রাজ্য স্বাস্থ্য দফতর(West Bengal) । বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সংক্রমণ রোধের জন্য করনীয় ও অকরনীয় বিষয় গুলি নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়। এবার এ নিয়ে সতর্ক করলো রাজ্য ও।
রাজ্যের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে:
- প্রতিটি জেলায় অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বেডের ব্যবস্থা করতে হবে।
- নমুনা সংগ্রহের জন্য সমস্ত হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
- মেডিকেল কলেজ গুলিকে সন্দেহজনক মাঙ্কি পক্স আক্রান্তদের জন্য আইসোলেশন বেড রাখতে বলা হয়েছে।
- বেলেঘাটা আইডি তে আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অবিলম্বে আইসোলেশন বেডের ব্যবস্থা করতে হবে।
দিল্লিতে সাম্প্রতি মাঙ্কি পক্সে চিহ্নিত প্রথম মহিলা রুগীর কোনো আন্তর্জাতিক ভ্রমণ ইতিহাস নেই, অর্থাৎ এই ভাইরাস স্থানীয় ভাবে অবস্থিত যা দ্রুত ছড়িয়ে চিন্তার কারণ হয়ে উঠতে পারে, এর জন্য প্রয়োজন সঠিক নির্দেশিকা ও আয়োজন যা এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মাঙ্কি পক্সকে রুখে দাঁড়াতে করনীয় ও অকরনীয় বিষয় গুলিকে তালিকাভুক্ত করেছেন:
করনীয়:
- আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে বিচ্ছিন্ন করতে হবে।
- বারবার হাত সাবান দিয়ে ধুতে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
- আক্রান্ত ব্যক্তির কাছে গেলে মাক্স ও একবার ব্যবহার যোগ্য গ্লাভস ব্যবহার করতে হবে।
- সংক্রমণ ঠেকাতে আসে পাশের পরিশ্রুতি বা ডিসইনফেকটান্ট ব্যবহার করুন।
অকরনীয়:
- বিছানা, পোষাক বা তোয়ালে সম্ভাব্য সংক্রামক ব্যাক্তিদের সাথে ব্যবহার করা চলবে না।
- আক্রান্ত ব্যক্তির জামাকাপড় অন্যদের থেকে আলাদা করে কাচতে হবে।
- কোনো অনুষ্ঠান মাঙ্কি পক্সের উপসর্গ থাকলে যাওয়া চলবে না।
- ভুলতথ্যের উপর ভিত্তি করে কাওকে অপবাদ দেওয়া যাবে না।
ভারত তথা এশিয়ার প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 30 জুলাই। আরব আমিরশাহ ফেরত কেরলের 22 বছর বয়সী এই যুবক, 19 জুলাই UAE থেকে ফেরার আগে পজিটিভ টেস্টেড হলেও তার পরিবার তা জানান 30 জুলাই। এই নিয়ে গোটা বিশ্বে মাঙ্কিপক্সে মৃত্যুর সংখ্যা 10, এবং ভারতে মোট আক্রান্তের সংখ্যা 9।
দিন দিন মাঙ্কি পক্সের উর্ধমুখী গ্রাফ এবং কোনো আন্তর্জাতিক ভ্রমণ ছাড়াই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি বর্তমানে মাথা ব্যাথা হয়ে উঠছে গোটা দেশের কাছে, যা থেকে শিক্ষা নিয়ে আগে ভাগে প্রস্তুতি পর্ব শুরু করলো রাজ্য ও।