করোনা উদ্বেগের মধ্যেই সামনে আসছে কয়েক হাজার ওষুধ নষ্টের খবর। বেলেঘাটা আইডি সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজারেরও বেশি হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) এবং ফ্যাভিপিরাভির (Favipiravir)- এই দুই ধরনের করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হওয়ার মুখে। আগেই করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভিরের (Remdesivir) ৮৫০ ভায়েল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আরও দুটি করোনার চিকিৎসায় ব্যবহৃত হওয়া ওষুধ নষ্ট হতে চলেছে এবছর।
হাইড্রক্সিক্লোরোকুইন ৪০০ মিলিগ্রাম ৪৬,৫০০ টি ট্যাবলেটের মেয়াদ ৩১ মার্চ, ২০২২ শেষ হবে এবং ফ্যাভিপিরাভির ২০০ মিলিগ্রাম ৪,৭২০টি ট্যাবলেটের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২২-এ বলে জানা গেছে। বেলেঘাটা আইডি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, না চাওয়া সত্ত্বেও স্বাস্থ্যভবন থেকে এত পরিমাণ ওষুধ পাঠানো হয়েছে। তবে নষ্ট হওয়ার আগে ওষুধ গুলো অন্য হাসপাতাল যাতে ব্যবহার করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের কাছে চিঠি পাঠিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল।
আরও পড়ুন
Burdwan: পর্যটনকেন্দ্র খোলার দাবিতে স্মারকলিপি জমা টুরিষ্ট বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের