আজ ১৫ জানুয়ারি, দেশের ৭৪ তম সেনা দিবস (Army Day)। প্রতি বছর সারা দেশজুড়ে ১৫ জানুয়ারির দিন সেনা দিবস পালন করা হয়। এই উপলক্ষে তিন সশস্ত্র বাহিনীর প্রধান তথা বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, সেনাপ্রধান এমএম নারাভানে এবং নৌবাহিনীর প্রধান আর হরি কুমার দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। অন্যদিকে এই বিশেষ দিনটিতে টুইট করে অভিবাদন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি দিনটিতে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার। দেশের প্রথম সেনাপ্রধান হলেন কারিয়াপ্পা। তারপর থেকেই আজকের দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। ১৮৯৫ সালের ১ এপ্রিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতীয় সেনাবাহিনী তৈরি হয়। তবে তখন ভারতীয় সেনাবাহিনীর নাম ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ছিল। স্বাধীনতার পর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি নামে পরিচিতি পায়।
আরও পড়ুন
ভাইরাল “হরে কৃষ্ণ ১১৭৬” কি গুজব ? কী বলছেন ইস্কনের প্রতিনিধিরা ?