কলকাতা : করোনাকালে বানভাসিদের জন্য নৌকোতেই টিকাকরণের বন্দোবস্ত করার উদ্যোগ নিল ‘O2 কু সবার’। সুন্দরবনের ইয়াস বিধ্বস্ত এলাকায় মানুষজনকে বিনামূল্যে টিকা দেওয়ার কর্মসূচির কথা সোশ্যাল সাইটে জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। করোনাপর্বে মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই অনেক কর্মসূচি নিয়েছে ‘O2 কু সবার’ সংস্থাটি৷ কলকাতায় ‘O2 কু সবার’-এর উদ্যোগে ইতিমধ্যেই অনগ্রসর মানুষদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ৷ মেডিকা হাসপাতালের তত্ত্বাবধানে গৃহ পরিচারিকা, গাড়িচালক-সহ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত মানুষজনকে টিকা দেওয়া হয়েছে।
সংস্থার স্বেচ্ছাসেবীদের কথা অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে এমন বহু মানুষ রয়েছেন যারা পেটের দায়ে দীর্ঘক্ষণ ধরে টিকাকেন্দ্রে লাইন দিতে পারেন না ৷ অনেকের কাছেই স্মার্টফোনও নেই, তাই তারা কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারেন না৷ তাঁদের সমস্যা দূর করার জন্য উদ্যোগী হয়েছে এই সংস্থা ৷
এর আগে ‘O2কু সবার’ উদ্যোগে রাসবিহারী অ্যাভিনিউয়ে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া রাজ্য সরকার ও এই সংস্থার উদ্যোগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাসপাতালে ১০টি অক্সিজেন বাসের বন্দোবস্ত করা হয়েছে ৷ ‘মোবাইল সেফ হোম’ নাম দেওয়া হয়েছে এই পরিষেবার৷ এই পরিষেবার মাধ্যমে চিকিৎসকদের তত্বাবধানে অক্সিজেন দেওয়া হচ্ছে রোগীদের ৷ সেখানে দিনরাত উপস্থিত থাকছেন স্বেচ্ছাসেবকরা।
অন্যদিকে কলকাতার বিভিন্ন এলাকায় ‘O2কু সবার’-এর তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ৷ যাঁদের সাধ্য নেই, তাঁদের বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হচ্ছে ৷
‘O2কু সবার’-এর উদ্যোগের বিষয় সম্পর্কিত তথ্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়ে ৷