লোকাল ট্রেন চালানোর দাবিতে আজ ফের রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য গত মাস থেকে রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কম সংখ্যক কর্মী নিয়ে সরকারি, বেসরকারি অফিসে চলছে কাজ। এদিকে বাস, ট্রেন সহ বন্ধ সমস্ত গণপরিবহণ ব্যবস্থা। ফলে ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানোর জন্য বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন নিত্যযাত্রী থেকে খেটে খাওয়া বহু মানুষ।
সোনারপুর স্টেশনে লোকাল ট্রেন চালুর দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিলেন নিত্যযাত্রীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে এই অবরোধ চলেছিল। তবে আজ ফের লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর, শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুরের মল্লিকপুর এবং ঘুটিয়ারি শরিফে রেল অবরোধ করা হয়। সোনারপুরে অবরোধের জেরে বন্ধ হয়ে যায় আপ-ডাউনের সমস্ত স্টাফ স্পেশ্যাল ট্রেন। একাধিক স্টাফ স্পেশ্যাল ট্রেন আটকে পড়ায় বাধ্য হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে যান রেলকর্মীরা। তবে অবরোধ তুলবে না বলে জানায় অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মল্লিকপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়েন বিক্ষোভকারীরা বলে অভিযোগ এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বলে জানা গেছে।